রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


121) নিচের মধ্যে কোনটি নিউক্লিয়ন নয়?
A) প্রোটন
B) ইলেকট্রন
C) নিউট্রন
D) পজিট্রন

122) নিচের কোনটি একটি তীব্র জারক পদার্থ ?
A) অক্সিজেন
B) ক্লোরিন
C) ফ্লুওরিন
D) আয়োডিন

123) নিচের কোনটি মৌল নয় ?
A) মার্বেল
B) অক্সিজেন
C) ক্লোরিণ
D) সিলিকন

124) নিম্নলিখিত মৌল গুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান?
A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) হাইড্রোজেন
D) ক্লোরিন

125) খোলা বায়ুতে কাপড় কাচার সোডা রেখে দিলে কি হবে ?
A) সব কেলাস জল অপসারিত হবে
B) 5টি কেলাস জল অপসারিত হয়
C) 9টি কেলাস জল অপসারিত হয়
D) কোনোটিই নয়

126) নিচের কোন মৌলটি রাসানিক সার থেকে পাওয়া যায় না—
A) নাইটোজেন
B) লৌহ
C) ফসফরাস
D) পটাশিয়াম

127) হ্যালোজেন গুলির মধ্যে সবথেকে বিজারক ধর্মী হলো নিম্নের কোনটি ?
A) ফ্লুরিন
B) ব্রোমিন
C) আয়োডিন
D) ক্লোরিন

128) নিম্নলিখিত গ্যাস গুলির মধ্যে কোন গ্যাসটি চুনের জলকে দুধের মত সাদা করে দেবে?
A) CO2
B) O2
C) O3
D) CO

129) নিচের কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে ?
A) Na
B) Mg
C) P
D) Al

130) নিম্নলিখিত মৌল গুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান?
A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) হাইড্রোজেন
D) ক্লোরিন

131) Tungsten কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
A) Ta
B) w
C) Tb
D) Y

132) কোনটির হিমোগ্লোবিনের প্রতি আসক্তি সর্বাধিক
A) CO
B) O2
C) NO
D) CO2

133) কাচের মুখ্য কাঁচামাল কোনটি ?
A) তামা
B) সিলিকা
C) লেড
D) অ্যালুমনিয়াম

134) নিম্নের কোন বিজ্ঞানী হিলিয়াম,আর্গন, জেনন মৌলগুলি আবিষ্কার করেন ?
A) জোসেফ প্রিস্টলি
B) উইলিয়াম রমসায়
C) ড্যানিয়েল রাদারফোর্ড
D) হেনরি ক্যাভেন্ডিস

135) চামড়া সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নের কোনটি ?
A) তুঁতে
B) ন্যাপথলিন
C) মিথিলেটেড স্পিরিট
D) ভিনিগার

136) নিষ্ক্রিয় গ্যাস গুলির মধ্যে নিম্নের কোনটি তেজস্ক্রিয়--
A) হিলিয়াম
B) নিয়ন
C) আর্গন
D) রেডন

137) সালফার থাকে কোনটির মধ্যে?
A) গ্রাফাইট
B) চারকোল
C) ব্রিমস্টোন
D) কোক

138) তেজস্ক্রিয় মৌলের খনিতে কোন গ্যাস বেশি পাওয়া যায়?
A) আর্গন গ্যাস
B) হিলিয়াম গ্যাস
C) নাইট্রোজেন গ্যাস
D) হাইড্রোজেন গ্যাস

139) রেডন (Radon) কী ?
A) একটি নোবেল গ্যাস
B) বিস্ফোরক
C) জার্মান রেডিও
D) কোনটি সঠিক নয়

140) কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসটির বাষ্পঘনত্ব কত ?
A) 20
B) 84
C) 21
D) 63